বাসন্তী: ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এর সৃষ্টি রাষ্ট্রীয় সংগীত "বন্দেমাতরম"জন্ম দিবস এর ১৫০ বর্ষ পূর্তি পালন করল।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এর সৃষ্টি রাষ্ট্রীয় সংগীত "বন্দেমাতরম" জন্ম দিবস এর ১৫০ বর্ষ পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে জয়নগর সাংগঠনিক জেলার বাসন্তী ২ নম্বর মণ্ডল এর পক্ষ থেকে হালদার পাড়া থেকে পালবাড়ি বাজার পর্যন্ত মায়েরা শঙ্খ উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রার পর ১৫০ টি প্রদীপ প্রজ্জ্বলন করা হবে এবং একযোগে "বন্দেমাতরম" সংগীত পরিবেশন করা হল।