সিঙ্গুর: চন্দননগরের আদি হালদার পাড়ার ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর পরিক্রমায় রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস
Singur, Hooghly | Oct 28, 2025 মঙ্গলবার চন্দননগরের আদি হালদার পাড়ার ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর পরিক্রমায় উপস্থিত হন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। রাজ্যপাল আসার খবরে উৎসাহী হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাজ্যপাল মণ্ডপ পরিদর্শন করেন, পূজার আয়োজন ও শিল্পকলা ঘুরে দেখেন এবং পুজো কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। পুজোর ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পশৈলীর প্রশংসা করেন তিনি।