রতুয়া ২: আবার ভিন রাজ্যে মৃত্যু, গুনজারুক গ্রামের শ্রমিক কেরলে গাছ থেকে পড়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
Ratua 2, Maldah | Nov 12, 2025 আবারো ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মালদার শ্রমিকের। পরিবার সূত্রে জানা গেছে মৃত শ্রমিকের নাম মিজানুর রহমান। প্রায় চার মাস আগে কেরলে কাজ করতে গিয়েছিলেন। নারকেল গাছ থেকে নারকেল পাড়তে গিয়ে গত শুক্রবার পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরিবারের কাছে মঙ্গলবার তার মৃত্যুর খবর এসে পৌঁছায়। শ্রমিকের এইভাবে মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবারবর্গ। একমাত্র কন্যা সন্তান রয়েছে মৃত শ্রমিকের। দেহ বাড়ি ফিরে আসা এবং সরকারি সহযোগিতার দাবি পরিবারবর্গের।শোকাহত গ্রামবাসীরা।