চাঁচল ১: চাঁচলে ভোটার তালিকা সংশোধনে তৃণমূল সক্রিয়, অনুপস্থিত বিজেপি বুথ এজেন্ট
দ্বিতীয় দিনের ভোটার তালিকা সংশোধনে বাড়ি বাড়ি গেলেন BLO রা। কিন্তু বি এল ওদের সঙ্গে রয়েছেন তৃণমূলের বুথ লেভেল এজেন্ট কিন্তু দেখা নেই বিজেপির বুথ লেবেল এজেন্টদের। মঙ্গলবার বিকেল চারটা নাগাদ মালদার চাঁচলের আশ্রম পাড়া বুথের ঘটনা। সেখানে দেখা পাওয়া যাচ্ছে না বিজেপির বুথ লেভেল এজেন্টের। জানিয়ে রীতিমতো কটাক্ষ ছুড়েছে তৃণমূল। তৃণমূলের দাবি, SIR হতে আমাদের তৃণমূলের কর্মীরা বেরিয়ে পড়েছে কিন্তু বিজেপির দেখা নেই।