ফরিদপুর দুর্গাপুর: ভোটার লিস্টে নাম ডিলিট হওয়ায় আতঙ্কে দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৮০ নম্বর বুথের রঞ্জিত দে ও তার স্ত্রী মুন্নি দে
ভোটার লিস্টে নাম ডিলিট হওয়ায় আতঙ্কে দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৮০ নম্বর বুথের রঞ্জিত দে ও তার স্ত্রী মুন্নি দে। মঙ্গলবার দুপুর ১২ টায় রঞ্জিতবাবু জানান, ২০০২ সাল থেকে ভোটার তালিকায় নাম রয়েছে, ২০২১ বিধানসভা ও ২০২৪ লোকসভা—দু’টি নির্বাচনে ভোটও দিয়েছেন। ভোটার কার্ড ও আধার থাকা সত্ত্বেও ২০২৫-এর খসড়া তালিকায় তাদের নামে ‘ডিলিট’ উল্লেখ থাকায় উদ্বেগ বেড়েছে।মুন্নি দে বলেন, “মনে হচ্ছে বেঁচে থেকেও মরে গেছি।