রানিনগর ২: মৌমাছির আতঙ্কে ব্যাংকে যাচ্ছে না গ্রাহকরা"রাণীনগরের কাতলামরি পিএনবি শাখায় ভয় গ্রাহকদের মধ্যে
মৌমাছির আতঙ্কে ব্যাংকে যাচ্ছে না গ্রাহকরা ! রাণীনগরের কাতলামরি পিএনবি শাখায় ভয় গ্রাহকদের মধ্যে মুর্শিদাবাদের রাণীনগর ২ নম্বর ব্লকের কাতলামারী এলাকায় অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। ব্যাংকের ভেতরে এবং প্রবেশদ্বারের কাছে কয়েকদিন ধরেই মৌমাছির একটি বড় বাসা বাঁধায় গ্রাহক ও কর্মীরা আতঙ্কে রয়েছেন। জানা গেছে, প্রতিদিনই বহু মানুষ ওই ব্যাংকে টাকা জমা দেওয়া বা তোলার জন্য ও অন্যান্য কাজে আসেন। কিন্তু গত কয়েকদিন ধর