আরামবাগ: চকানল এলাকায় ধান জমিতে নেমে বিষধর গোখরো সাপের ছোবলে মৃত্যু গৃহবধূর
বিষধর গোখরো সাপের ছোবলে মৃত্যু হল এক গৃহবধূর।ঘটনা আরামবাগের কেশবপুর পঞ্চায়েতের চকানল এলাকার।মৃতার নাম মালারানী উলাল,বয়স ৩৬ বছর।জানা যায়,গত রবিবার বাড়ি পোষ্য গরু ধান জমিতে নেমে পড়ায় গরুটিকে ধরতে জমিতে নেমে ছিলেন গৃহবধূ।সেই সময় জমির আলে ঘাসের মধ্যে থাকা বিষধর গোখরো সাপ তার পায়ে ছোবল মারে।ঘটনার পর সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন তিনি।পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে আরামবাগ মেডিক্যালে ভর্তি করেন।সেখানে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার রাতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন গৃহবধূ।