ডোমজুড়: শলপ পীরডাঙ্গায় এলাকায় নাতি খুনের ঘটনায় পুলিশ ঠাকুমাকে নিয়ে পুননির্মাণ করা হলো
Domjur, Howrah | Nov 29, 2025 গত মঙ্গলবার ডোমজুড়ের শলপ পীরডাঙ্গায় ভোরবেলায় নিজের ঘুমন্ত নাতিকে পুকুরে ফেলে খুন করে ঠাকুমা সারথি বন্দ্যোপাধ্যায়(৬০)। এই ঘটনায় ডোমজুড় থানা পুলিশ তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। ধৃতকে বুধবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এরপর শনিবার আনুমানিক দুপুর ১টা নাগাদ ঠাকুমাকে ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। তাকে বিরাট পুলিশ বাহিনী এবং রাফ ঘিরে তাকে বাড়ি থেকে পুকুর পর্যন্ত নিয়ে