বোলপুর-শ্রীনিকেতন: বোলপুর পৌরসভার উদ্যোগে বোলপুরে ওয়াটার ট্যাংকের পুজোপাঠে শুভ উদ্বোধন করা হল
আজ ১১ ই নভেম্বর মঙ্গলবার আনুমানিক দুপুর নাগাদ। বীরভূম জেলার বোলপুর পৌরসভার উদ্যোগে বোলপুরে ওয়াটার ট্যাংকের পুজোপাঠে শুভ উদ্বোধন করা হয়েছে। জানা যায় এই ওয়াটার ট্যাংক টা বোলপুরবাসীদের জন্য। এই ওয়াটার ট্যাংক টা তিন ধরনের কাজ ব্যবহার করা হবে।আগুন নেভানো কাজে,পানীয় জলের কাজে ও রাস্তায় ধুলো নিষ্ক্রিয় করার কাজে। এদিনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বোলপুর পৌরসভার পৌর মাতা পর্ণা ঘোষ,ও বোলপুর পৌরসভার আধিকারিকরা ও বিশিষ্ট জনেরা।