পুরাতন মালদা: মঙ্গলবাড়ী গৌড় মহাবিদ্যালয়ের এনএসএস (NSS) বিভাগের উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির
পুরাতন মালদা: বুধবার দুপুর একটা নাগাদ মঙ্গলবাড়ী গৌড় মহাবিদ্যালয়ের এনএসএস (NSS) বিভাগের উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা, এনএসএস অফিসারসহ বহু ছাত্রছাত্রীরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় রক্তের সংকট দেখা দেওয়ায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ