নলহাটি ২: শীতলগ্রাম ও ভদ্রপুর দুই অঞ্চলে তৃণমূলের তরফ থেকে খোলা হল বাংলার ভোটাধিকার রক্ষার্থে সহায়তা কেন্দ্র
শীতলগ্রাম পঞ্চায়েতের আটকুলা গ্রামে উদ্বোধন করা হলো তৃণমূলের অঞ্চল সহায়তা কেন্দ্র S I R। বিজেপির ঘৃন্য চক্রান্তের প্রতিবাদে বাংলার ভোটাধিকার রক্ষার্থে এলাকার মানুষদের সুবিদার্থে জন্য এই সহায়তা কেন্দ্র খোলা হয়।ফিতে কেটে ঐ সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন তৃণমূলের ব্লকের ফাইভ ম্যান কমিটির সদস্য দলের আহ্বায়ক রেজাউল হক,ঐ এলাকার অঞ্চল সভাপতি সহ আরো অনান্য নেতৃত্বরা।