ময়নাগুড়ি: সাত সকালে দুর্ঘটনার কবলে পড়লো একটি অ্যাম্বুলেন্স, ঘটনাটি ময়নাগুড়ি ঝাজাঙ্গি হলহুলিয়া ব্রিজে, আহত চালক
ঘুমের ঘোরে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা অ্যাম্বুলেন্সের, আহত চালক,সাত সকালে দুর্ঘটনার কবলে পড়লো একটি অ্যাম্বুলেন্স। ময়নাগুড়ি ব্লকের চুড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ময়নাগুড়ি ধুপগুড়ি গামী জাতীয় সড়কের ঝাজাঙ্গীর হলহলিয়া ব্রিজে দুর্ঘটনাটি ঘটে। জানা যায় চালক ঘুমের ঘোরে থাকায় এই দুর্ঘটনাটি ঘটে এবং আহত হয় চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকাল ছয়টা নাগাদ অ্যাম্বুলেন্সটি ময়নাগুড়ির দিক থেকে ধুপগুড়ির দিকে যাচ্ছিল