রানিবাঁধ: ‘ভারতীয় নাগরিকত্ব ছাড়লাম, মাঝি সরকারের পথে’, রানিবাঁধে আদিবাসীদের চাঞ্চল্যকর দাবি
রানিবাঁধের বেশ কিছু গ্রামের আদিবাসীরা এসআইআর ফরম না ভরে দাবি করেছেন, তাঁরা ভারতীয় নাগরিকত্ব ছেড়ে ‘সমাজবাদ অন্তরাষ্ট্রীয় মাঝি সরকার’-এর জনগণনায় যোগ দিয়েছেন। ভোটার ও আধার কার্ড জমা দিয়ে পেয়েছেন পরিচয়পত্র, যা গলায় ঝুলিয়ে ব্লক অফিসে প্রায় পঞ্চাশ জন হাজির হন। তাঁদের দাবি, মাঝি সরকার উন্নয়ন দেবে ও যাতায়াত - জমির কর মাফ হবে। প্রশাসনের মতে, তাঁরা ভুল প্ররোচনার শিকার, এবং বোঝানোর কাজ চলছে।