গোপীবল্লভপুর ২: 'সেভ দ্য গার্ল চাইল্ড' বার্তা নিয়ে বেলিয়াবেড়া থানা এলাকার শিশু কন্যার গ্রামে শিবির স্বাস্থ্য দপ্তরের
বেলিয়াবাড়া থানার অন্তর্গত শিশু কন্যার গ্রামে এবার লিঙ্গ বৈষম্য দূরে রেখে 'সেভ দ্য গার্ল চাইল্ড' এই বার্তা কে সামনে রেখে সচেতনতা শিবির ও বাড়ি বাড়ি প্রচার চালালো গোপীবল্লভপুর দু'নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তর । মঙ্গলবার দুপুরে তপসিয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, নার্স, অন্বেষা কাউন্সিলর, কমিউনিটি হেলথ অফিসার, আশা কর্মী একত্রে স্থানীয় প্রাইমারি স্কুলের চত্বরে এবং বাড়ি বাড়ি গিয়ে শিশু কন্যাকে রক্ষা করার বার্তা নিয়ে প্রচার চালায়।