কেতুগ্রাম ২: কেতুগ্রামের কান্দরা জ্ঞানদাস গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষের আধুনিকীকরণ করা হয়, সভাকক্ষের দ্বারোদঘাটন করলেন বিধায়ক
কেতুগ্রামের কান্দরা জ্ঞানদাস গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষের আধুনিকীকরণ করা হয়। বুধবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ সভাকক্ষের দ্বারোদঘাটন করলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ। পাশাপাশি পঞ্চায়েত অফিসে আয়োজিত বিশ্বকর্মা পুজোয় এদিন যোগ দেন বিধায়ক। তিনি আগত দর্শনার্থীদের হাতে তুলে দেন পুজোর প্রসাদ।