রতুয়া ২: শীতকালীন মরশুমের চাষ করা ফসলের জমির কুমারগঞ্জে জলের তলায় যেতে ক্ষতির মুখে চাষিরা
রতুয়া ২ ব্লকের কুমারগঞ্জ এলাকায় বিঘের পর বিঘে জমিতে শীতকালীন মরশুমের বিভিন্ন ফসল চাষ করেছিলেন চাষিরা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সেই ফসলের জমি বর্তমানে জলের তলায়। ফসলের উপযোগী করে তুলতে জমিতে যে ধরনের আর্থিক লোকনি করা হয়েছিল সমস্তটাই জলে ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে চাষীরা। পাশাপাশি বহু ধনের জমিতে রয়ে গেছে ধান। জমিগুলি জলে ডুবে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে থাকা চাষিরা চাইছেন সরকারি সহযোগিতা।