মুরারই ২: পাইকরে তৃণমূলের দলীয় কার্যালয়ে BLA দের SIR নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির দেওয়া হল
আজ 2 নভেম্বর রবিবার আনুমানিক বিকেল নাগাদ। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের পাইকরে তৃণমূলের দলীয় কার্যালয়ে।BLA দের SIR নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির দেওয়া হয়। 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে ২০২৫ এর সালের গরমিল কি রয়েছে। ভোটার লিস্ট গরমিল থাকলে কি কি নথি প্রয়োজন রয়েছে।BLO কর্মীদের সঙ্গে BLA যেতে হবে এবং ভোটারদের বাড়িতে কতবার যাবে কি ভাবে ফর্ম ফিলাপ করবে মূলত এদিনের প্রশিক্ষণ শিবিরে এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়।