ব্যারাকপুর ২: কাকুলি সরকারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান ও পৌরপিতা
বৃহস্পতিবার রাতে আত্মঘাতী হন ব্যারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাকুলি সরকার। সেই ঘটনার পর শনিবার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস ও ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভ্রকান্তি বন্দোপাধ্যায়। কাকুলি সরকারের স্বামী সবুজ সরকারের সঙ্গে কথা বলেন তারা সেই সময় কাকুলি সরকারের স্বামী জানান তারা দীর্ঘদিন আগে বাংলাদেশ থেকে এলেও কাকুলি সরকারের বাবা-মা রয়েছেন বাংলাদেশে ই যে কারণে যদি এনআরসি এবং এস আই আর হয