আলিপুরদুয়ার ২: কোহিনুর চা বাগানের মালিকপক্ষ পালিয়ে গেল কোনরকম নোটিশ না দিয়েই
কোন রকম নোটিশ না দিয়েই কোহিনুর চা বাগান ছেড়ে চলে গেলেন মালিকপক্ষ আর এর ফলেই বিপাকে পড়লেন কোহিনুর চা বাগানের ৮৮৮ জন শ্রমিক পরিবার। শনিবার বেলা ভুটানাগাদ কোহিনুর চা বাগানে গিয়ে দেখা গেল শুনশান বাগান। বাগানের শ্রমিক সংগঠন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে আগামী ৭ তারিখ এবং ১০ তারিখ তাদের বেতন দেওয়ার কথা ছিল তাছাড়া ডিসেম্বর মাসে আরো ১০ শতাংশ বোনাস দেওয়ার কথা ছিল শ্রমিকদের। তাছাড়া বিগত ১৩ মাস ধরে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নিয়েছেন মালিক