জামুরিয়া: পুকুর পারাপারা করতে গিয়ে জল ডুবে যায় বছর৫২র এক ব্যাক্তি, জামুরিয়া দামোদরপুর নিম গড়িয়ে ছটঘাটে
ছট উৎসবের মাঝেই ঘটল অঘটন। পুকুর পারাপারা করতে গিয়ে জল ডুবে যায় বছর ৫২ এর এক ব্যাক্তির। ডুবে যাওয়া ব্যক্তির নাম পান্ডে দাস, জামুড়িয়া বাইপাস হোসেন নগরের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া দামোদরপুর নিম গড়িয়ে ছট ঘাটে, প্রায় সকাল এগারোটা নাগাদ।জানা গিয়েছে পরিবারের সাথেই ছট উৎসব পালন করতে এসে ছিল দামোদর পুর ছট ঘাটে। পরিবারের লোকজন পুকুরে নামতে মানা করার সত্বেও ওই ব্যাক্তি পুকুরে নামে এবং পারাপারি করার চেষ্টা করে।