ময়ূরেশ্বর ১: ২৪ ঘন্টা পার হতেই মিম ছেড়ে ফের তৃণমূলে গৌরবাজারের যুবকরা
প্রথমে মিম, তারপর ২৪ ঘন্টা পেরোতে না পেরেতেই ফের তৃণমূলে গৌড়বাজারের যুবকরা। এ বিষয়ে জানা যাচ্ছে গতকাল বৈকালে তৃণমূলের বেশ কয়েকজন যুবক আচমকায় মিম পার্টিতে যোগদান করেছিলেন তবে তাদের দাবি সেই যোগদান ছিল ভুলবশত। আজ তাদের নিজেদের ভুল বুঝতে পেরে আজ বৈকালে তারা ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মাইনোরিটি সেলের প্রেসিডেন্ট মোহন শেকের হাত ধরে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আর এই প্রত্যাবর্তনের ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অন্তর্গত গৌড়বাজারে।