পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের ভীমেশ্বরী রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনের সপ্তম শ্রেণীর ছাত্র সায়ান্দ্বীপ খাটুয়া গতকাল অসহায় মৃত্যু হয় |ছাত্রের বাড়ি বাবিয়াতে |স্কুলের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় ছেলে অসুস্থ |মা স্কুলে দেখেন ছেলের মৃত্যু হয়েছে। মায়ের অভিযোগ হোস্টেলের শিক্ষকের মারে মৃত্যু হয় |অভিযুক্ত শিক্ষক তা অস্বীকার করেন |ছাত্রের মৃত্যু নিয়ে রহস্যঘনীভূত হয়েছে |ছাত্রের মৃত্যুতে রাতভর অভিভাবকরা স্কুলে বিক্ষোভে ফেটে পারেন |ঘটনাস্থলে পুলিশ