স্কুল ছাত্রের বাইক চুরি করে পুড়িয়ে দেওয়ার অভিযোগে আটক "বিকু দেববর্মা।বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার ডন বসকো ( সেন্ট জেভিয়ার্স) স্কুলের দ্বাদশ শ্রেণী পড়ুয়া ছাত্র হালক জমাতিয়া (১৮) "র টি আর ০৭ এইচ ৫২৫২ এন এস ১৬০ বাজাজ পালসার বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশের হাতে আটক এক যুবক। তার নাম বিকু দেববর্মা ২৪।