চাঁচল ১: ভোটার তালিকা সংশোধনে বিতর্ক: মালদায় BLO-র সঙ্গে তৃণমূল নেতার উপস্থিতিতে বিজেপির অভিযোগ
ভোটার তালিকা সংশোধন অভিযান শুরুর প্রথম দিনেই বিতর্ক। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের মাঝেই দেখা যাচ্ছে, বেশ কিছু এলাকায় BLO দের সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি সহ তৃণমূলের একঝাঁক কর্মীরা। BLA- 2 র বদলে তৃণমূলের সহকারি সভাধিপতি, সহকারী সভাধিপতির উপস্থিতি দেখে BLO দের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব বিজেপি। নির্বাচন কমিশনে অভিযোগ দায়েরের হুশিয়ারি বিজেপির।মালদার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের দিঘি গ্রামের ঘটনা।