নলহাটি ১: ঠাণ্ডা পানীয়ের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাইয়ে দিয়ে এক যুবককে খুন করার অভিযোগ উঠল
নলহাটিতে ,এলাকায় ছড়িয়েছে চাঞ্চল
ঠাণ্ডা পানীয়ের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাইয়ে দিয়ে এক যুবককে খুন করার অভিযোগ উঠল নলহাটিতে । এলাকায় ছড়িয়েছে চাঞ্চল। আজ শনিবার সকাল ৮টা নাগাদ পরিবার সূত্রে জানা যায় মৃত যুবকের নাম মিহিজাম শেখ, বয়স আনুমানিক ২১ বছর, বাড়ি নলহাটি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড পাহাড়ি উত্তরপাড়ায়। ওই যুবক পেশায় টোটো চালক। মৃত যুবকের এক আত্মীয় জানিয়েছেন নিত্য দিনের মতন গতকালও টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মিহিজাম। দুপুরে তার অসুস্থতার খবর আসে।