কুলতলি: সংসার সামলানোর পরেও প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য একাধিক পুরস্কারে ভূষিত হলেন মৈপিঠ এর প্রধান
কুলতলির মৈপিঠ কোষ্টাল থানার মৈপিঠ বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের গৃহবধূ তিনি সংসার সামলানোর পরেও প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন ।আর এর ফলে তিনি একাধিক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এই প্রধান। এ বিষয়ে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শুনুন তারই মুখ থেকে।