গাজোল: টোটো ও মোটর বাইক মুখোমুখি সংঘর্ষের জেরে মোটরবাইক আরোহীর পা ভেঙে জখম হয় মুড়িয়া কুন্ডু ৮১ নং জাতীয় সড়ক এলাকায়
Gazole, Maldah | Nov 12, 2025 পথ দুর্ঘটনায় টোটো ও মোটর বাইক মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর জখম হয় মোটরবাইক আরোহীরা দুই জন । এরপর স্থানীয়রা জখম ওই মোটরবাইক আরোহীদের তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। এরপর মোটর বাইক চালকের অবস্থা আশঙ্কা জনক হলে পরে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। এদিন বুধবার বেলা ১২ টা নাগাদ মোটর বাইক আরোহীর চিকিৎসা চলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে জখম মোটরবাইক আরোহীর নাম পরিমল মন্ডল, বয়স ৫২। বাড়