হরিশ্চন্দ্রপুর ১: ইঙ্গিত পূর্ণ মন্তব্য সমাজসেবীর, হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের যোগদান নিয়ে বার্তা জেলা সাধারণ সম্পাদকের
খেলার অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট সমাজসেবী মতিউর রহমান। তৃণমূলের যোগদানের একটা জল্পনা তিনি উস্কে দিয়েছেন। সাথে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ময়দানে থাকারও কথা বলছেন। এই গোটা বিষয়ে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান হরিশ্চন্দ্রপুর থেকে বার্তা রাখতে গিয়ে জানালেন, তিনি এখনো তৃণমূলের যোগদান করেনি। নেত্রী যাকে প্রার্থী করবে তাকে জয়ী করাটাই আমাদের লক্ষ্য থাকবে।