কুলতলি: দুই সাহসী নারী বিয়ের মাধ্যমে পালের চক গ্রামে এল উন্নয়ন
দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন লাগোয়া কুলতলীর জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের পালের চক গ্রামে। যেখানে গত মঙ্গলবার দুই সাহসী নারী নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ।আর এটি শান্তি সংঘ নামক স্বেচ্ছাসেবী সংগঠন তাদের বিয়ের ব্যবস্থা করেন। এতেই তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল এ তাদেরকে সম্মানিত করেন। এবং এবং তাদের পাশে থাকার বার্তা সাথে সাথে এলাকার উন্নয়নের কথা ঘোষণা করেন। এ বিষয়ে জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের প্রধান কি জানালেন শুনুন।