১৫৬ বছরের ইতিহাসে এই প্রথম কালনায় মহিলা পৌরমাতা হিসাবে দায়িত্ব নিলেন বুধবার কালনা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা ব্যানার্জি। পন্ডিত তারানাথ তর্ক-বাসস্পতি, গোবিন্দ কৃষ্ণ দেববাহাদুর ও মহারাজ মহাতাব চাঁদ প্রমুখের প্রচেষ্টায় ১৮৬৯ খ্রিস্টাব্দে কালনা পৌরসভার স্থাপিত হয়। এরপর থেকে যখনই কালনা পৌরসভার পৌরপতি হয়েছে সকলেই পুরুষরা ছিলেন। এরপর ২০২৫ সালে কালনা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আনন্দ দত্ত তার শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করে।