তুফানগঞ্জ ১: দেওচড়াই পুরান বাঁধের পাড় এলাকায় বাইচের জন্য প্রস্তুত নৌকা নিয়ম-কানুন মেনে নদীতে নামানো হলো
মঙ্গলবার রীতিনীতি মেনে কলজানি নদীতে নৌকাটি নামানো হয়। স্থানীয় বাসিন্দারা জাতি ধর্ম নির্বিশেষে চাঁদা তুলে ৬০ হাজার টাকার বিনিময়ে একটি পুরান নৌকা ক্রয় করেন। নৌকাটিকে মাসখানেক ধরে নতুন রূপে ফিরিয়ে আনেন তারা এবং নাম দিয়েছিলেন স্বাধীন ভারত এক্সপ্রেস। আজ নৌকাবাইচ থাকায় সমস্ত নিয়মকানুন মেনে নৌকাটিকে কালজানিনদীতে নামানো হয়।