ধর্মনগর: “জাতীয় একতা দিবস”-এর অংশ হিসেবে যান পর ইউনিটি কর্মসূচি অনুষ্ঠিত হয় ধর্মনগর শহরে
লৌহোপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল জি-এর ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে পালিত “জাতীয় একতা দিবস”-এর অংশ হিসেবে রাজ্য সরকারের উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্ট উত্তর ত্রিপুরা জেলা কমিটির যৌথ উদ্যোগে বিভিন্ন দপ্তর থেকে আগত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং ভারতীয় জনতা পার্টি নেতৃত্বরা ধর্মনগর শহর পরিক্রমা করে বিবিআই মাঠে এসে সমাপ্তি হয়।