পাঁশকুড়া: পাঁশকুড়া ব্লকের ধুলিয়াপুর গ্রাম ও পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির উপস্থিত বিধায়ক
পাঁশকুড়া ব্লকের ধুলিয়াপুর গ্রাম ও পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির।রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয় তাহলে বিকেল চারটে পর্যন্ত। এদিন ১৫০ এরও বেশী রক্তদাতা রক্তদান করে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ও তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র,পাঁশকুড়ার বিধায়ক প্রতিনিধি সেক জহিরুল ইসলাম,প্রতাপুর গ্রামপঞ্চায়েতের প্রধান মঞ্জুশ্রী বারিক করণ, প্রতাপপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান মুফলেশুর দত্ত সহ একাধিক বিশিষ্টজনেরা।