তুফানগঞ্জ ১: দলীয় নির্দেশ মেনে ইস্তফা দিলেন তুফানগঞ্জ পৌরসভার উপ পৌরপতি তনু সেন
বুধবার সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এবং পৌরমাতা কৃষ্ণা ইসর এর হাতে ইস্তফা পত্র তুলে দেন উপ পৌরপতি তনু সেন।২০২২ সালের মার্চ মাসে উপ পৌরপতি পদে দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন তরুণ নেতা তনু সেন এবং ২০২৫ সালের ১২ ই নভেম্বর দলীয় নির্দেশ মেনে স্ব ইচ্ছায় ইস্তফা দেন তিনি। হঠাৎ করে ইস্তফা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে পৌর এলাকায়।