মানিকচক: বাঁধ ভেঙে বড় বিপদে ভূতনির মানুষ, খসবরটোলোয় তীব্র গতিতে রাস্তার উপর দিয়ে জল বইতেই চরম দুর্ভোগ
খসবরটোলা এলাকার প্রধান রাস্তার ওপর দিয়ে প্রবল গতিতে বইছে গঙ্গার জল। ধীরে ধীরে বন্যা পরিস্থিতি আরো খারাপ জায়গায় যাচ্ছে ভুতনির। বাঁধ ভেঙে অত্যন্ত তীব্র গতিতে ভূতনির একের পর এক গ্রাম জলমগ্ন হচ্ছে। গ্রামের প্রধান রাস্তার উপর দিয়ে তীব্র গতিতে জল বইতে থাকায় ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। ক্রমশ খারাপ জায়গায় যাচ্ছে ভুতনির বন্যা পরিস্থিতি। যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটবে ভূতনিতে এমনটাই মনে করা হচ্ছে। খাদ্য থেকে ত্রাণ সমস্ত কিছুতেই চরম সমস্যা।