গোসাবা: মৃতদেহ সংরক্ষণের জন্য সুন্দরবন কোস্টাল থানায় ফ্রিজারের উদ্বোধন করলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার
মৃতদেহ সংরক্ষণের জন্য এবার ফ্রিজার এল সুন্দরবন কোস্টাল থানায়। দক্ষিন ২৪ পরগনা জেলার মধ্যে এই প্রথম কোন থানার উদ্যোগে মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার এই ফ্রিজারের উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত ও এসডিপিও রাম কুমার মণ্ডল। এখানে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে মৃতদেহ উদ্ধার করে একদিনে ময়নাতদন্তে অনেক সময়ই নিয়ে যাওয়া যায় না কলকাতার মোমিনপুরে। অনেক ক্ষেত্রেই মৃতদেহে পচন ধরে।সেই কারনে এই ফ্রিজারের উদ্বোধন হয়