বিনপুর ২: দিয়াশীর ৬ জন সিপিএম কর্মীকে খুনের ঘটনায় ৪৫ জন ঝাড়খন্ড পার্টির কর্মীকে যাবজ্জীবন সাজা দিল আদালত
এক চিকিৎসক সহ মোট ৬ জন সিপিএম কর্মীকে নৃশংস খুন করে খালের জলে ভাসিয়ে দেওয়ার ঘটনায় ৪৫ জন ঝাড়খন্ড পার্টির কর্মীকে যাবজ্জীবন সাজা দিলেন ঝাড়গ্রামের অতিরিক্ত দ্বিতীয় জেলা ও দায়রা বিচারক অরবিন্দ মিশ্র। ১৯৯৩ সালের ৮ মে বিনপুর 2 ব্লকের অন্তর্গত দিয়াশী গ্রামের ঘটনা। এলাকার বাসিন্দাদের কাছে যা ‘দিয়াশী গণহত্যা’ নামে পরিচিত। দিয়াশী গ্রামের বাসিন্দা নিত্যানন্দ মাহাতো বেলপাহাড়ি থানায় ওই দিন লিখিত অভিযোগ জানিয়েছিলেন। ৩২ বছর পর ওই মামলার রায় ঘোষণা করলেন বুধবার।