ক্যানিং ১: ক্যানিং বারুইপুর রোডে দুর্ঘটনা, বরাত জোরে বাঁচলেন মোটর ভ্যান চালক
দুটো মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় চাকা খুলে গেল একটি রেশনের চাল বোঝাই মোটর ভ্যানের। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন রেশনের চাল বোঝাই মোটর ভ্যানের চালক। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল দশটা নাগাদ ক্যানিং বারুইপুর রোডের বাহিরসোনা মোড়ের কাছে। ক্যানিং থেকে তালদিগামী রেশনের চাল বোঝাই মোটর ভ্যানে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা আরেকটি মোটর ভ্যান। এতেই চাল বোঝাই ভ্যানের চাকা খুলে যায়। ভ্যান থেকে ছিটকে পড়েন চালক। তবে তিনি বরাত জোরে বেঁচে গিয়েছেন বলে দাবি প্রত্য