ঝালদা ১: ঝালদা মারু মসিনা পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের বৈঠক
ঝালদা মারু মসিনা পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের বৈঠক রাজ্য জুড়ে শুরু হয়েছে এস আই আর। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত রাখছেন। বিশেষ করে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ এনেছেন। তৃণমূল সূত্রে খবর সেই ফাকে ঝালদার মারু মসিনা পার্টি অফিসে শুক্রবার বিকাল ৪ টা নাগাদ বৈঠক আয়োজিত হলো। মূলত অঞ্চল সুপারভাইজার দের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আয়োজিত হল।