ব্যারাকপুর ২: চার তারিখ থেকে এস আই আর শুরু হবে আমিও একমাস পথে থাকব আগরপাড়ায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আগামী চার তারিখ থেকে রাজ্যে এস আই আর চালু হতে চলেছে আগামী এক মাস চলবে এস আই আর এর কাজ এই এক মাস রাস্তায় থাকবেন তিনি সাধারণ মানুষের জন্য আগরপাড়ায় জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি তিনি সকলকে আশ্বস্ত করে জানান কেউ ভয় পাবেন না।