ইংরেজবাজার: সমস্ত নির্বাচনে evm সরিয়ে ব্যালট পেপার কার্যকর করতে হবে! একাধিক দাবিতে মালদা ডিএম অফিসের সামনে ধরনা
সমস্ত নির্বাচনে evm সরিয়ে ব্যালট পেপার কার্যকর করতে হবে, পিছড়া বর্গ এবং সমস্ত জাতি গোষ্ঠীর জাতি ভিত্তিক জনগণনা করতে হবে, আদিবাসীদের ওপর হওয়া অন্যায় বন্ধ করতে হবে সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামল ভারত মুক্তি মোর্চা রাষ্ট্রীয় পিছড়াবর্গ মোর্চা। এই মর্মে বুধবার রাজ্যের প্রতিটি জেলা শাসকের দপ্তরের সামনে ধরনা অবস্থানে বসে সংগঠনের কর্মীরা। একই রকম ভাবে, এদিন দুপুর দুটো নাগাদ মালদা জেলাশাসকের দপ্তরের সামনে ধরনায় বসেন কর্মীরা।