বিনপুর ১: পানীয় জলের দাবিতে পথ অবরোধ চাঁদাবিলা গ্ৰামে
পানীয় জলের দাবিতে পথ অবরোধ চাঁদাবিলা গ্ৰামে। মঙ্গলবার সকাল থেকেই পথ অবরোধে সামিল হন গ্ৰামবাসীরা। বিনপুর ১ ব্লক অর্থাৎ লালগড় ব্লকের ধরমপুর ৬ নং অঞ্চলের চাঁদাবিলা গ্ৰামে প্লেকার্ড হাতে,রাস্তায় জলের বালতি,কলসি নিয়ে পথ অবরোধে সামিল হন গ্ৰামবাসীরা। গ্ৰামবাসীদের দাবি অভিযোগ করেও মেলেনি সুরাহা তাই তাঁরা বাধ্য হয়েই এদিন পথ অবরোধে সামিল হন। সেই চিত্রই আপনারা দেখছেন চাঁদাবিলা থেকে মঙ্গলবার।