বারাবনী: আসানসোল জেলা শাসকের সাথে সাক্ষাৎ করলেন TMC র শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া
আসানসোল জেলা শাসকের সাথে সাক্ষাৎ করলেন TMC র শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া তৃণমূল কংগ্রেসের শ্রমিকসংগঠ inttuc আসানসোল ব্লক সভাপতি রাজু আলুয়ালিয়ার নেতৃত্বে আজ দুপুর ১টায় আসানসোল স্থিত পশ্চিম বর্ধমান জেলা শাসকের কাছে পার্কিং নিয়ে নালিশ জানানো হয় এ বিষয়ে রাজু আহ্লুয়ালিয়া জানান আসানসোল পৌর নিগম অন্তর্গত পার্কিং সঞ্চালকরা পৌর নিগমের কোটি কোটি টাকার হের ফের করেছে পার্কিং বাবদ যে টাকা জমা দেওয়ার কথা তারা সেই টাকা জমা দেয়নি কিন্তু ২০২৪ সালে সেই কোম্পানিগু