জলপাইগুড়ি: মন পড়ে রয়েছে ঘরে, তবে বন্যাদুর্গতদের বাড়ি ফেরা অনিশ্চিত, ময়নাগুড়িতে এখনও ত্রাণশিবিরে শতাধিক মানুষ
বন্যাদুর্গতদের বাড়ি ফেরা অনিশ্চিত, ময়নাগুড়িতে এখনও ত্রাণশিবিরে শতাধিক মানুষ। থাকা–খাওয়ার তেমন সমস্যা নেই। তবুও মন পড়ে রয়েছে ঘরে। কিন্তু দুর্যোগের মেঘ এখনো পুরোপুরি কাটেনি। তাই ঝুঁকি এড়াতে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ত্রাণশিবিরে আশ্রিত বন্যাদুর্গতদের আপাতত ঘরে ফিরতে দিতে চাইছে না প্রশাসন। গত ৫ অক্টোবর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ময়নাগুড়ি ও জলঢাকা নদী ঘেঁষা বিস্তীর্ণ অঞ্চল। ঘরবাড়ি হারিয়ে নদীবাঁধের পাশেই তাবুর নিচে আশ্রয় নিতে বাধ্য হয় বহু পরিবার। প্রায় ২৬ দিন