তমলুক: বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাজকুলে অনুষ্ঠিত হবে দুই দিনের হরেকৃষ্ণ মহা মহোৎসব আজ সাংবাদিক সম্মেলনে জানান কর্মকর্তারা
পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে শ্রীচৈতন্য মহাপ্রভুর অমরবাণী"পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর এই নাম"প্রচার,বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ও শ্রী চৈতন্য মহাপ্রভুর বানীকে সার্থক করার উদ্দেশ্যে বাজকুলে অনুষ্ঠিত হবে দুই দিনেই হরেকৃষ্ণ মহা মহোৎসব আজ সাংবাদিক সম্মেলনে জানালেন কর্মকর্তারা। টিম রবীন মন্ডল ও বাজকুল ইউনাইটেড ফোরামের অন্যতম সদস্য তথা বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের অধ্যাপক গোবিন্দ প্রসাদ ঘোষ বলেন আমাদের দুই দিনের আয়োজন হরে কৃষ্ণ নাম