লংথরাই ভ্যালি: লংতরাইভ্যালী মহকুমায় নিখোঁজ গৃহবধূ: মনু ঘাট এলাকা থেকে বেরিয়ে আর ফেরেননি টিপি চাকমা, থানায় ডায়েরি স্বামীর
লংতরাইভ্যালী মহকুমার মনু ঘাট এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এক গৃহবধূ। জানা গেছে, গত মঙ্গলবার ঘর থেকে বের হওয়ার পর থেকে বিপুল শুক্ল বৈদ্যর স্ত্রী টিপি চাকমার আর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ এই গৃহবধূর দুটি শিশুসন্তান রয়েছে। দীর্ঘ সময় ধরে বহু জায়গায় খোঁজাখুঁজি করেও কোনও খবর না পাওয়ায় পরিবারে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। আজ সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বামী বিপুল শুক্ল বৈদ্য জানান, নিরুপায় হয়ে তিনি অবশেষে স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।