হলদিয়া: শ্রমকোড বাতিলের সহ অন্যান্য দাবিতে হলদিয়া HPL কারখানার গেটে CITUপ্রতিভা সভা বিক্ষোভ উপস্থিত CPIMজেলা সম্পাদক মন্ডল সদস্য
শ্রমকোড বাতিলের সহ অন্যান্য দাবিতে HPL -এ VRS চাপিয়ে দেওয়া, PPE, ক্যান্টিনে ভর্তুকি কমিয়ে দেওয়া, শ্রমিকদের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে HPL গেটে বিক্ষোভ প্রতিবাদ সভা CITU।মঙ্গলবার বিকাল তিনটার সময় শ্রমিকদেরকে নিয়ে CITUপক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সিপিএমের জেলা সম্পাদক মন্ডল এর সদস্য পরিতোষ পটনায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ।