বারাসত ২: সভাপতি সহ গোটা প্যানেল চেঞ্জ না করলে নিজেরা কমিটি ঘোষণা করে দেবে,খামারপাড়া পার্টি অফিসে দাবি বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের
বারাসাত ব্লক টু এর তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ গোটা প্যানেল চেঞ্জ না করলে নিজেরাই কমিটি ঘোষণা করে দেবে বলে দাবি বারাসাত ব্লক টু এর বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের। রবিবার দুপুর বারোটা নাগাদ এস আই আর সংক্রান্ত বিষয় নিয়ে খামার পাড়াতে বারাসাত ব্লক ২ এর পার্টি অফিসে বসে সাংবাদিক সম্মেলন করে বিক্ষুব্ধ নেতা মানষ ঘোষ জানান দ্রুতই তাদের সঙ্গে দলের উচ্চ নেতৃত্ব বৈঠক আছে। সেই বৈঠকে তারা যদি কমিটি পরিবর্তন না করে তাহলে ব্লক টু এ তারা নিজেরাই কমিটি ঘোষণা করবে।