কোচবিহার ১: কোচবিহার রাসমেলা সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হলো কবিতা আসর
৬ তারিখ থেকে শুরু হয়েছে কোচবিহার পৌরসভা পরিচালিত ঐতিহ্যবাহী রাস মেলা। রাস মেলার সাংস্কৃতিক মঞ্চে বিকেল বেলা করে কবিতা আসর পরিচালনা করা হচ্ছে। সেই মত শনিবার বিকেল চারটা থেকে রাস মেলার মঞ্চে অনুষ্ঠিত হলো কবিতা আসনের অনুষ্ঠান। মূলত নতুন কবিদের জায়গা করে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কবিদের পাশাপাশি প্রখ্যাত কবিতারও এখানে দেখা যাচ্ছে।