সালানপুর: সালানপুর ভিডিও দপ্তরে গণঅবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কৃষক সভার, প্রতিক্রিয়া VDO র
সালানপুর ভিডিও দপ্তরে গণঅবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কৃষক সভার, প্রতিক্রিয়া VDO র সারা ভারত কৃষকসভা সালানপুর ব্লক কমিটির পক্ষ থেকে সালানপুর বিডিও দপ্তরে গণ অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করা হলো আজ দুপুরে যেখানে ১০০দীনের কাজ অবিলম্বে চালু করতে হবে, ১০০দীনের বাঁকেয়া মুজুরী দিতে হবে, রাস্তা সংস্কার সহ ১৩দফা দাবি নিয়ে স্মারকলিপি দেওয়া হয়। এই কর্মসূচি শেষে সালানপুর vdo দেবাঞ্জন বিশ্বাস আজ বিকাল ৪:৩০টায় কি বললেন শুনে নেওয়া যাক